যথাযথ মূল্যায়ন না করা এবং অযোগ্য কমিটির ব্যর্থতার কারনে বক্তাবলী ইউনিয়ন বিএনপি সুৃমন আকবর – হাসান আলীর কমিটি থেকে পদত্যাগের করেছেন হাবিবুর রহমান হাবিব গাজী।
জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, রাজপথের ত্যাগী ও লড়াকু সৈনিক বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ( সুমন আকবর- হাসান আলী) গ্রুপের ২১ তম সদস্য পদ হতে হাবিবুর রহমান হাবিব গাজী পদত্যাগ করেছেন।
হাবিবুর রহমান হাবিব গাজী মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুন্যের অহংকার তারেক জিয়ার নীতি, আর্দশকে বুকে ধারন করে বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথের অগ্রভাগে থেকে সরকারের পেটোয়া পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে রক্তাক্ত জখম হয়ে কারাবরন করেছি।জননেতা এড তৈমুর আলম খন্দকারের আস্থা ভাজন হওয়ায় গিয়াসউদ্দিন এমপি আমাকে যথাযথ মূল্যায়ন করেনি। বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে ( আকবর আলী সুমন- হাসান আলী) গ্রুপে আমাকে ২১ তম সদস্য পদে রেখেছিল।
এতে আমি মনে করি আমাকে যথাযথ মূল্যায়নের পরিবর্তে অবমূল্যায়নই করা হয়েছে। তাছাড়া আকবর আলী সুমন ও হাসান আলী ঐক্যের পরিবর্তে বিভাজন হয়ে আলাদা কর্মসূচি পালন করে।আমি মনে করি এসব অপদার্থ, লোভী ও স্বার্থপর দিয়ে বিএনপির মতো শক্তিশালী দল পরিচালনা করা সম্ভব নয় বিধায় আমি আকবর আলী সুমন – হাসান আলী মার্কা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ হতে পদত্যাগ করলাম।