মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়ারিকে আটক করা হয়েছে। আজ ১২ মে শেষ রাতে অভিযান পরিচালনা করে ১নং ফতেপুর ইউপিস্থ খেয়াঘাট বাজার সংলগ্ন বিলবাড়ী সাকিনে জনৈক বোরহান উদ্দিন এর কাঠের ফার্নিচারের দোকানের ভিতর অভিযান পরিচালনা তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেড়কুড়ি গ্রামের মোশাহিদ মিয়া‘র পুত্র লিখন মিয়া (৩০), মৃত ছত্তার মিয়া‘র পুত্র কাইয়ুম উদ্দিন(৫০), মৃত বোরহোন উদ্দিন‘র পুত্র আব্দুল হক (৪০), শাহপুর গ্রামের মৃত ইয়াবর মিয়া‘র পুত্র রমিজ মিয়া (৪৫), হামিদপুর গ্রামের মৃত ওয়াশিদ আলী‘র পুত্র বোরহান উদ্দিন (৪৭), মৃত আব্দুল কাদির‘র পুত্র আরফিন আলী (৩৭), বিশ্বনাথ থানার ৭নং দেওকলস ইউপি‘র সৎপুর (দুলালী) গ্রামের মঞ্জুর আলী‘র পুত্র আবুল হোসেন (৩০)। অভিযান পরিচালনা করেন- রাজনগর থানার এসআই মোহাম্মদ আজিজুল গাফফার, এসআই সওকত মাসুদ ভুইয়াসহ রাজনগর থানার একটি বিশেষ টিম। আটককৃতদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় রাজনগর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।