বক্তাবলীতে সাবেক এমপি গিয়াসউদ্দিন গ্রুপের কমিটি ঘোষনার পর শাহ আলম গ্রুপ পাল্টা কমিটি ঘোষনা করেছে।
মঙ্গলবার (৯ মে) আলাউদ্দিন বারীকে আহবায়ক ও মাহামুদ মেম্বার কে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়।
কয়েক দিনের মধ্যে বাকী কমিটির নাম ঘোষনা করা হবে জানান নব ঘোষিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব।
নব নির্বাচিত আহবায়ক আলাউদ্দিন বারী বলেন,আমরা যারা দলের দুঃসময়ে, রাজনীতির সাথে জড়িত থেকে মাঠে ময়দানে ছিলাম তাদের বাদ দিয়ে গিয়াসউদ্দিন তার নিজ বলয়ের লোক দিয়ে অখ্যাত দের নিয়ে কমিটি ঘোষনা করেন। আমরা কে কোন পক্ষের সেটা দেখবোনা যারা প্রকৃত বিএনপি করে তাদের নিয়ে কমিটি ঘোষনা করবো।
সদস্য সচিব মাহামুদ মেম্বার বলেন,দীর্ঘ ২০/২৫ যাবত দলের পিছনে থেকে দলের সবকটি সভা সমাবেশে অংশগ্রহণ করেছিলাম। অথচ ত্যাগীদের বাদ দিয়ে যারা কখনো দল করেনি তাদের দিয়ে কমিটি গঠন করায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। আমরা কমিটি গঠন করায় তারা ভীষণ খুশি। আগামী কয়েকদিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট বাকী পদগুলো পূরন করে কমিটি গঠন করা হবে।
জানা যায়,এর আগে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু ও সদস্য সচিব এড আব্দুল বারী আলী আকবর সুমনকে আহবায়ক ও হাসান আলীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। সেই কমিটির সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন করে।
পরে এড. নুরুল আমিন মাসুম কে আহবায়ক ও আবুল কালামকে সদস্য সচিব করে শাহ আলম পন্থী নামে আরেকটি কমিটি ঘোষনা করা হয়।
সর্বশেষ আলাউদ্দিন বারী কে আহবায়ক ও মাহমুদ মেম্বার কে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষনা করা হয়। বক্তাবলী ইউনিয়ন বিএনপিতে ৩ টি কমিটি হওয়ায় সর্বত্র চলছে আলোচনা সমালোচনা।