আসন্ন গাজীপুর মহানগর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে হাজী আজমত উল্লাহ খানের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা মিছিল বের করেন।
(১০মে বুধবার রাত ৮.৩০ মিনিট)মিছিলে নেতৃত্ব দেন গাছা থানা আওয়ামী লীগ আহ্বায়ক ও ( ৩৪ নং ওয়ার্ড শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী পরিচালনা কমিটি) শামীম আল কায়সার।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ মোখলেসুর রহমান মুকুল ৩৪ নং ওয়ার্ড অনন্ত মডেল স্কুল আহবায়ক কামরুজ্জামান খান চৌধুরী ৩৪ নং অনন্ত মডেল স্কুল সদস্য সচিব মোঃ আতাউর রহমান। গাছা থানা ছাত্রলীগ সদস্য সচিব আলামিন খান অপু। গাজীপুর মহানগর ছাত্রলীগ ১ নং যুগ্ন আহবায়ক শরিফপুর প্রাথমিক বিদ্যালয় ইয়াসিন আলম। ৩৪ নং ওয়ার্ড ছাত্রলীগ আরিফ হাসান দিপু। ৩৪ নং ওয়ার্ড ছাত্রলীগ জিহাদ হাসান জয়। আরো উপস্থিত ছিলেন সদস্যবৃন্দ মমিন. মতিউর রহমান. আশরাফুল ইসলাম. মামুন মন্ডল. ফিরোজ মন্ডল. মহিলা নেত্রী হিসেবে উপস্থিত ছিলেন নীলা ইসলাম নিলা. তানিয়া. নাসরিন. শামীমা. রুবিনা আক্তার সহ অসংখ্য মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।