নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের পর ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৬ মে) ভোর সাড়ে ৫টায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় সানমুন কয়েল কারখানায় ওই অগ্নিকান্ড ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে ডেমরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন কবির।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে সাড়ে ৫টায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ডেমরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, কয়েল কারখানায় আগুনের খবর পেয়ে আমরা দুটি ইউনিট ভোর ৬টায় ঘটনাস্থলে পৌঁছে যাই। পরে ১ ঘন্টা ৩৮ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।
কারখানার ভেতরে থাকা কয়েল হিট দেওয়ার রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক ভাবে আনুমানি ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষ বলা যাবে।