নারায়ণগঞ্জের ফতুল্লার শাহজাহান রোলিং মিলস এলাকার পেশাদার ছিনতাইকারী, কিশোর অপরাধির লিডার দূর্জয় (২৭) চাঁদাবাজী মামলায় গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৫ মে) রাতে দূর্জয় কে ফতুল্লার শাহজান রোলিং মিলস এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দূর্জয় ফতুল্লার শাহজাহান রোংলিং মিলস খাঁ বাড়ি এলাকার হাদি সুমনের পুত্র।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা উপ-পরিদর্শক মোঃ কামাল হোসেন ও সহকারী উপ-পরিদর্শক বাবুল সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার রাতে শাহজাহান রোংলিং মিলস খাঁ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও ব্লাকমেলিং এর মূলহোতা দূর্জয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দূর্জয় এর বিরুদ্ধে চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজী, পথচারি ছেলে মেয়েদের ব্লাকমেলিংসহ নানা অভিযোগে ফতুল্লা মডেল থানা থানায় বেশ কয়েকটি মামলা ও অভিযোগ রয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ কামাল হোসেন জানান, গ্রেফতারকৃত দূর্জয় একজন দুর্র্ধষ পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলার রয়েছে। তাছাড়া তার ও তার বাহিনীর সদস্যরা চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, পথচারিদের আটক করে বøাকমেলিংসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত।