আক্তার হোসেন:- নারায়নগঞ্জ জেলায় যে কয়টা রুচিশীল পরিবেশের বিনোদন কেন্দ্র রহেছে তার ভিতর অন্যতম সোনারগাঁও উপজেলাধীন জামপুর ইউনিয়নের পেরাব ( আমবাগ ) বাংলার তাজমহল ও পিরামিড। মনুষ যখন যান্ত্রিক জীবন থেকে একটু সময়ের জন্য কোলাহল মুক্ত পরিবেশে পরিবার নিয়ে সময় কাটার কথা ভাবে তখনই এই নারায়নগঞ্জ বাসির পথম পছন্দ বাংলার তাজমহল ও পিরামিড । ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক বাইপাস এশিয়ান হাইয়য়ে রাস্তার পাশে পেরাব এলাকায় অবস্থিত ।
এসময় বাংলার তাজমহল ও পিরামিডের ম্যনাজার উজ্জল বলেন ২০০৮ ইং সাল থেকে অদ্যবদি সুনামেন সহিত এই বাংলার তাজমহল ও পিরামিড পর্যটকদের পছন্দেও শীর্ষে রয়েছে। নারায়নগঞ্জ জেলা প্রশাষনসহ অনেক এমপি,মন্ত্রী এবং গুনি লোকের পদাচরন পরেছে এর সাথে সরকারি অনেক অফিসের প্রশিক্ষন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । দিনে দিনে এই বিনোদন র্পাক দুটির জনপ্রিয়তায় এতদুর গড়িয়েছে যে এখানে দেশের ভিবিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো পর্যটকের সমাগম ঘটে এবং বিদেশ থেকে প্রতিমাসে গড়ে ১থেকে দের হাজার পর্যটক ঘুড়তে আসে । যেমন গত ১লা ফেব্রুয়ারী তে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মহাদয় তার একটি ব্যক্তিগত একটি আনন্দ ভ্রমনের অনুষ্ঠান সমপূন্ন করেছে। তাই এর পিছনে একটি কুচক্র মহল এই বাংলার তাজমহল ও পিরামিডের সুনাম ক্ষূন্ন করার জন্য উঠে পরে লেগেছে ,