
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ এবং কাবিং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়াজ মোঃ চেীধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউপি মেম্বার কাজী মাঈনুুদ্দিন, অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মীর ফয়সাল আলী।
এসময় প্রধান অতিথি খন্দকার লুৎফুর রহমান স্বপন বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষৎ। তাই কোমল মতি শিশুদের সঠিক পাঠদানের মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হলে পড়াশুনার গুরুত্ব অধিক। এদিকে কোমলমতি শিশুদের পড়াশুনার পাশাপাশি মেধা বিকাশের জন্য খেলাধুলারও প্রয়োজন রয়েছে। খেলাধুলার কারনে কোমলমতি শিশুদের মেধারও বিকাশ ঘটে। তাই কোমল মতি শিশুদের মেধা বিকাশের জন্য খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আরিফুর রহমান, উম্মে হাবিবা, হালিমা সরকার। এ সময় অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা সুলতানা।