প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম জনি’র সহধর্মীনি শীলা তরফদারের (৩২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফোকাস নিউজ এজেন্সী (এফএনএ) পরিবার।
বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় এক শোকবার্তায় ফোকাস নিউজ এজেন্সীর উপদেষ্টা রণজিৎ মোদক, সৈয়দ শহীদুজ্জামান, মোঃ শহীদুল্লাহ রাসেল ও এডিটর ইন চিফ মোঃ রফিকুল্লাহ রিপন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম জনি’র সহধর্মীনি শীলা তরফদার দীর্ঘদিন যাবত হাড়ের ক্ষয়জনিত কারণে প্রচন্ড ব্যাথায় ভুগছিলেন। বুধবার রাতে হঠাৎ ব্যাথা বেড়ে যাওয়ায় তাকে দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি……রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর আলামিন নগর জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ শেষে সৈয়দপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।