সিদ্ধিরগঞ্জের মুনলাক্স অ্যাপারেলস লিমিটেড খুলে দেয়ার দাবিতে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে । রবিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় চাষাড়া শহীদ মিনারে জড়ো হয়ে শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে মিছিল ও কলকারখানা অধিদপরের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ সমাবেশ করেছেন
এসময় সংহতি জানিয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মুনলাক্স গার্মেন্টসের শ্রমিক আনোয়ার হোসেন, মোঃ ফারুক, মাহাবুব আলম, মোঃ রাজু ও সাহারা আক্তার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন মুনলাক্স অ্যাপারেলসের মালিক শ্রমিকদের জুলাই মাসের বেতন ও জুন মাসের আংশিক বেতন বকেয়া রেখে গত ১৩ আগস্ট কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
কর্তৃপক্ষের এই বে-আইনি সিদ্ধান্ত প্রত্যার করে অবিলম্বে কারখানা খুলে দিয়ে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে হবে। আন্দোলনের চাপে মালিক গত মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেছেন। কিন্তু কারখানা খুলে দেয়নি। কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সংকট সমাধানে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে ২১ আগস্ট (রবিবার) সকাল ১১টায় আলোচনা বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে ছিলেন।
মালিকপক্ষ অজুহাত দেখিয়ে উপস্থিত হয়নি। ফলে উপস্থিত শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করলে কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মালিকপক্ষের সাথে কথা বলে আবারও আগামী রবিবার আলোচনা বৈঠক আহ্বান করে সংকট সমাধান করার আশ্বাস দিয়েছেন। এতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন কারখানা খুলা নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না।
অবিলম্বে মুনলাক্স গার্মেন্টস খুলে দিয়ে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তা না হলে শ্রমিকদের আইনগত সকল পাওনা পরিশোধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে তীব্র আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করার হুঁশিয়ারি দেন তারা।