অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক রবিউল আমিন রনি বাদী হয়ে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে মানহানী মামলা করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ, যুগ্ন সম্পাদক মোঃ খোকন প্রধানসহ সংগঠনের সকল সদস্য বৃন্দু।
এক বিবৃতিতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, আইনজীবি সমিতির সাধারন সম্পাদকের দায়ের করা মিথ্যা মামলা অনতিবিলম্বে তুলে নিয়ে সাংবাদিক সীমান্ত প্রধানকে হয়রানী বন্ধ করার আহবান জানান।
সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা ছাড়া যেকোনো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর সেই স্বাধীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইনে গ্রেফতার দেখানো হচ্ছে। যা অপরাধীদের উৎসাহিত করার শামিল। এভাবে চলতে থাকলে অপরাধীরা আরও বেপরোয়া হবে। অনতিবিলম্বে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধ করার আহবান জানান।
উল্লেখ,১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সাথে সাক্ষাতের জন্য যায়। সেখানে সংবাদ পরিবেশনের জন্য ওই পোর্টালের সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। স্বাক্ষাত শেষ হওয়ার পরে আইনজীবী সমিতির সবাই যার যার বাড়িতে চলে যায়। পরদিন সকালে দেখতে পান ‘নারায়ণগঞ্জ টুডে’ নামক অনলাইনে ‘রাজাকার পুত্র কাজলের এ কেমন আচরণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে দেখা যায়, ১নং বিবাদী নারায়ণগঞ্জ জেলার আইনজীবী সমিতির কোনো মতবিনিময় সভা না থাকার পরেও আইনজীবী সমিতির নামে মিথ্যা, কল্পিত মতবিনিময় সভা দেখিয়ে সংবাদ প্রকাশ করা হয়। যার ফলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তথা সর্বস্তরের আইনজীবীদের মানহানী ঘটেছে।
নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধান বলেন, ‘মানুষের শেষ আশ্রয় স্থল হচ্ছে আইনজীবীরা আর খালেদ হায়দার খান কাজল স্বীকৃত রাজাকার পুত্র। আমাদের সংবাদটি প্রকাশ হয়েছে খালেদ হায়দার খান কাজলের বিরুদ্ধে। অথচ, মামলার আবেদন করা হয়েছে আইনজীবী সমিতি থেকে। এতেই বুঝা যায়, এটি করা হয়েছে খালেদ হায়দার খান কাজলের ইন্ধনে। আইনজীবী সমিতির উপর ভর করে হয়রানী মূলক মামলা এটি। সাধারণ আইনজীবীদের একটি সংগঠনকে সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করিয়েছে। যা অনুচিত বলে মনে করি।