ফতুল্লায় সিমেন্টবাহী একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন সাংবাদিক সফিকুল ইসলাম জনি (৩৩)।
সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় ঘাতক ট্রাকটি জনিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে সি এনএন বাংলা টিভির ফতুল্লা প্রতিনিধি সাংবাদিক রাসেল আহমেদ জানায়, মোটরসাইকেলে রাতে বাসায় ফেরার পথে ফতুল্লার পঞ্চবটি বিসিকের নতুন সড়ক এলাকায় জনিকে চাপা দেয় ট্রাকটি। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
সফিকুল ইসলাম জনি রেডিও এফএম নারায়ণগঞ্জ নামের একটি রেডিও স্টেশনের প্রতিষ্ঠাতা এবং চ্যানেল এস টিভির ফতুল্লা প্রতিনিধি ছিলেন সে ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের পুত্র।
ব্যক্তিগত জীবনে জনি একটি পুত্র সন্তানের জনক।
জনির পরিবারের সদস্যরা জানায়, আজ মঙ্গলবার সকাল ১১ টায় তার নামাজে জানাজায় স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হইছে।