আসন্ন ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পত্র পেয়েছে সাবেক বিএনপি নেতা ও হাইব্রীড আওয়ামী লীগ নেতা তিন বারের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। তার সাথেই কেন্দ্র প্রমান করে দিলো কুতুবপুর আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। যার কারনে নৌকার প্রতীক পাবার মত যোগ্য কোন নেতা না থাকায় বিএনপি নেতাই হলো নৌকার মাঝি কুতুবপুর ইউনিয়নে।
গত শনিবার (৯ অক্টোবর)রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।কেন্দ্রীয় কার্যালয় থেকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে ৭ জনের মধ্যে মনিরুল আলম সেন্টুকে মনোনয়ন দেওয়া হয়।
নৌকা প্রতীকের জন্য কুতুবপুর ইউনিয়নে ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল,থানা আওয়ামী লীগ নেতা গাজী টেনু,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃজসিম উদ্দীন,কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মীর হোসেন মীরু,কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাইব্রীড আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও ফতুল্লা আওয়ামী লীগ নেতা খালেক মুন্সি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করে। এর মধ্যে গত শনিবার তাদের বিচার বিশ্লেষণ করে কুতুবপুরের বিএনপি নেতা ও বর্তমান আওয়ামী লীগের নামধারী মনিরুল আলম সেন্টুকে দেওয়া হয়।
জানা যায়,কুতুবপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। ২০০২ সালে প্রথম ও ২০১১ সালে ২য় বার বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত। এবং ২০১৬ সালে দল ক্ষমতায় না থাকায় নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য স্বতন্ব প্রার্থী হয়ে ৩য় নির্বাচিত হয়। নির্বাচিত হয়েই আওয়ামী লীগের কোনঠাসায় নিজেকে আওয়ামী লীগ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লাগে। এই কারনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান ও তার ঘনিষ্টজনদের আস্থাভাজন হবার চেষ্টা চালিয়ে যায়। এবং নিজেকে এখন আওয়ামী লীগের কর্মী হিসেবেই দাবী করে। ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন আচার অনুষ্ঠান করেও আওয়ামী লীগ নেতা হয়ে উঠছে সেন্টু। আসন্ন ২০২১ সালের ইউপি নির্বাচনেও তৃনমূলের আওয়ামী নেতাদের পিঁছে হটিয়ে নিজে নৌকা প্রতীক ভাগিয়ে এনেছে।
এদিকে তৃনমূলের ৬জন আওয়ামী লীগের নেতাকর্মী নৌকা প্রতীক না পেয়ে ক্ষিপ্ত। এর ফলে অনেক নেতাকর্মী দল থেকে আগ্রহ হারিয়ে ফেলবে বলে মনে করছে অনেকেই। যারা দলের জন্য নিজের জীবন বাজি রেখেই তৃনমূল থেকে যারা আওয়ামী লীগ করে এসেছে তারা হয়েছে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বঞ্চিত।
একটি সূত্র জানায়,এমপি শামীম ওসমানের নির্দেশে বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুকে নৌকা প্রতীক দিয়েছে কেন্দ্র থেকে। শুধুমাত্র কুতুবপুরকে আওয়ামী লীগের অধীনে নিয়ে আসার জন্য সেন্টুকেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। যে নৌকা পাওয়া তো দূরের কথা আওয়ামী লীগে যার অবদান নেই সে পেয়ে গেছে নৌকা খুবই আশ্চর্যজনক ব্যাপার না। এতে কি প্রমান হয় না আমর কুতুবপুর আওয়ামী লীগ নেতারা দেউলিয়া হয়ে গেছি এবং কুতুবপুর ইউনিয়ন নির্বাচনের জন্য যোগ্য কোন আওয়ামী লীগ নেতা নেই। সেন্টুকে নৌকা দিয়ে অনেক তৃনমূলের নেতাকর্মীর অধিকার হরণ করা হয়েছে এখানে। যা খুবই দুঃখজনক বিষয়।
সূত্র আরো জানায়,যে ব্যক্তি বিএনপির ধানের শীষ নিয়ে গত ২০০২ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচন করে বিপুল ভোটে চেয়ারম্যান হয় মনিরুল আলম সেন্টু।পরে ২০১১ সালে পুনরায় চেয়ারম্যান নির্বাচন করে চেয়ারম্যান হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় ক্ষমতায় আসলে নিজের চেয়ার টিকিয়ে রাখতে স্বতন্ব প্রার্থী হিসেবে আনারস মার্কায় নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে নিজে চেয়ারম্যানের চেয়ারটা ভাগিয়ে নেন।