পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার গ্রেফতার নিয়ে সরগরম বি-টাউন। এই পরস্থিতিতে বহু মডেল, অভিনেত্রীই দাবি করেছেন রাজ কুন্দ্রার অ্যাপের জন্য তাঁরা ডাক পেয়েছিলেন। শোনা যাচ্ছে, রাজ কুন্দ্রার অ্যাপের জন্য নাকি সেলিনা জেটলিকেও ডাকা হয়েছিল। সম্প্রতি এমন খবরে মুখ খুলেছেন খোদ সেলিনা জেটলি।
মুখপাত্রের মাধ্যমে সেলিনা জানিয়েছেন, অভিনেত্রীর সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে। সেলিনা জানিয়েছেন, রাজ কুন্দ্রা নয়, শিল্পা শেঠির জেএল স্ট্রিম অ্যাপের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জেএল স্ট্রিম একটি পেশাদারদার, শালীন, প্রভাবশালী অ্যাপ্লিকেশন। হটশটসের জন্য তাঁর কাছে কোনও প্রস্তাব যায়নি। এমনকি তিনি ওই অ্যাপ সম্পর্কে জানেনও না। শিল্পা, সেলিনার ভাল বন্ধু আর সেকারণেই তাঁর তরফে প্রস্তাব গিয়েছিল। শুধু তাঁর কাছেই নয়, বি-টাউনের অনেক অভিনেত্রীর কাছেই প্রস্তাব গিয়েছিল। যদিও তাঁর পক্ষে সেসময় কাজ করা সম্ভব হয়নি “।