জেলা বিএনপির আহবায়ক এডঃ তৈমুর আলম খন্দকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সদ্য কারামুক্ত ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক সদ্য কারামুক্ত আব্দুল খালেক টিপু।
শনিবার (৮ মে) সকাল ১০ টায় ফতুল্লার মাসদাইরস্থ এডঃ তৈমুর আলম খন্দকারে বাস ভবনে গিয়ে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন শিকদার,ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন, যুগ্ম আহ্বায়ক মো শাহিন,যুগ্ম আহবায়ক মোঃ মাসুম যুগ্ম আহবায়ক নয়ন,যুগ্ম আহ্বায়ক রাজা, যুগ্ম আহবায়ক সৈয়দ মিশু,নুরে আলম মিঠু, এনায়েত নগর ইউনিয়ন যুবদল নেতা আরিফ,মোহাম্মদ আক্তার প্রমুখ।
উল্লেখ্য যে,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যাবার পথে সচিবালয়ের সামনে থেকে(৪মার্চ) শাহাবাগ থানা পুলিশের হাতে গ্রেফতার হয় ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপু।পরে ২৮(ফেব্রয়ারী মাসের) তারিখের দায়ের করা পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে (৫ মার্চ) দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।
রিমান্ড শুনানীতে (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড শেষে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ৬২ দিন কারা ভোগের পর তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সোমবার(৩এপ্রিল) জামিন পেয়ে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।