মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর গুলিতে অন্তত ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।মিয়ানমার টাইমস এক প্রতিবেদনে জানায়, রবিবার (১৫ মার্চ) মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া জেলার চারটি গ্রামে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে সামরিকবাহিনীর সদস্যরা। এই ঘটনায় ওই গ্রামগুলোর ২৩ জন প্রাণ হারিয়েছেন।
ফেব্রুয়ারি মাসে মিয়াও গ্রামের একটি পাহাড়ে মিয়ানমার সেনাবাহিনীর ফাঁড়িতে হামলা চালায় আরকান আর্মি। এরপর থেকে চিন রাজ্যটি যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। কয়েক দিন পর পরই এই রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সামরিকবাহিনীর সদস্যরা। রবিবারের হামলা সম্পর্কে চিন রাজ্যের সাবেকজ বিদ্যুৎ ও শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী সালাই ইসাক খেন বলেন, আজ সোমবার ১০ গ্রামের দুই হাজার মানুষ পালিয়েছেন। পালেতওয়া জেলার পাশের শহর সামিতে চলে গেছেন তারা।