বিশেষ প্রতিনিধি:- ফতুল্লায় আফসু বাহিনীর হামলায় যমুনা তেলের ডিপো ট্যাংক লরী ড্রাইভার এবং যমুনা তেলের ডিপো শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান বাবুল সহ ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ২ টায় যমুনা তেলের ডিপো শ্রমিক ইউনিয়ন অফিসে। এর প্রতিবাদে ২/৩শ’ শ্রমিক তাৎক্ষনিক ভাবে মিছিল সহকারে হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান সহ থানা গেট এসে অবস্থান করে। এ ঘটনায় আফসু মিয়া ও তার ভাই সালাউদ্দিনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরো ২/৩জনকে বিবাদী করে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৮/২৯ বৎসর যাবৎ যমুনা তেলের ডিপো শ্রমিক ইউনিয়নের কোন নির্বাচন না করে আফসু মিয়া সহ তার সহযোগী কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে যমুনা তেলের ডিপো শ্রমিক ইউনিয়নের অঘোষিত মনগড়া কমিটি করে কার্যক্রম পরিচালনা করা সহ শ্রমিকের উপর অন্যায় অবিচার ও জুলুম করে এবং শ্রমিকের হক নষ্ট করে অবৈধ পন্থায় রোজগার করে আসছে বলে তারা জানান। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা অনুমান ২টার সময় সাবেক সভাপতি বাবুল ও ট্যাংক লরি ড্রাইভার আলামিন যমুনা তেলের ডিপো অফিসে গিয়ে আফসু মিয়ার নিকট নির্বাচনের কথা বললে আফসু মিয়া ও তার ভাই সালাউদ্দিন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায় আফসু ও তার ভাই সালাউদিন সহ আরো ২/৩জন বাবুল ও আলামিন এর উপর হামলা চালিয়ে এলাপাতাড়ি ভাবে মার পিট করে নিলা ফুলা জখম করে। এ সময় শ্রমিক শাহিন এগিয়ে আসলে তাকে ও মারপিট করে নিলা ফুলা জখম করা হয়।
এর প্রতিবাদে তাৎক্ষনিকভাবে ২/৩শ’ শ্রমিক মিছিল সহ আফসু বাহিনীর বিচার দাবি করে শ্লাগান সহ ফতুল্লা মডেল থানা গেট এসে অবস্থান করেন। এরপর ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে তারা চলে যায়। এ ঘটনায় খলিলুর রহমান বাবুল বাদী হয়ে আফসু মিয়া(৬০),পিতা-মৃত,এলাহি মিয়া ও তার ভাই সালাউদ্দিন(৪০)কে এজাহারভুক্ত ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আফসু মিয়ার মোবাইল ফোনে রিং দিলে তিনি ফোনটি রিসিভ করেন, এরপর তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি তার মোবাইলটি বন্ধ করে দেন। এ ব্যাপারে রাত ৮টা ৫৮ মিনিটে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর মোবাইল ফোনে কল দিয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন । তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় এলাকায় সাধারন শ্রমিকদে মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।