ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সেনাদের বক্তব্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জম্মুর রিয়াসি জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জম্মুর উধামপুর থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। জানা গেছে, এটি একটি চিতা হেলিকপ্টার। অত্যাধুনিক এই হেলিকপ্টারটি তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড। এটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বহরে যুক্ত হয় ১৯৭৩ সালে। এ দিকে এই হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। ভারতীয় সেনাবাহিনী এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে।