শান্তিতে নোবেল পুরস্কার পেলেন এ বছর যৌথভাবে পেলেন ইরাকের মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ড্যানিস মুকওয়েগে।যুদ্ধে যৌন সহিংসতা রোধে অবদানের জন্য তাদেরকে এ পুরস্কার দেয়া হলো। অনেকদিন ধরেই তারা যুদ্ধবিধ্বস্ত দেশে নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধে কাজ করে আসছেন। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় নরওয়ের নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করে।
এবছর শান্তি পুরস্কারের জন্য ৩৩১টি নাম মনোনীত হয়েছিল। নোবেল কমিটি ঘোষণায় বলেছে, ‘পুরস্কারপ্রাপ্ত উভয়েই যৌন সহিংসতাবিষয়ক যুদ্ধাপরাধ রোধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ মুকওয়েগে ও নাদিয়া মুরাদ পুরস্কার হিসেবে একটি করে সোনার পদক পাবেন। আর পুরস্কারের অর্থ ৯০ লাখ সুইডিস ক্রোনার দুজনে ভাগ করে নেবেন।