নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাট উপজেলায় শান্তিপূর্ণভাবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নেকজান বালিকা উচ্চ বিদ্যালায়, ভোলাহাট রামেশ^র পাইলট ইনস্টিটিউট ও গোহালবাড়ী ফাজিল মাদ্রাসা ৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবারে এসএসসি, দখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৩০২ জনে পরীক্ষায় অংশগ্রহন করেন। প্রতিবন্ধী ৩জন, অনুপস্থিত ছিলেন ১ জন।
এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় দুইটি কেন্দ্রে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪১৪ জন। ছাত্র ১৯৩, ছাত্রী ২২১ জন। ভোলাহাট রামেশ্বর পাইলট ইনন্টিটউট মোট পরীক্ষার্থী ৪৯৪ জন। ছাত্র ২৪৩, ছাত্রী ২৫১ জন। একই কেন্দ্রে (ভকেশনাল) মোট পরীক্ষার্থী ২২১ জন। ছাত্র ১৫৯, ছাত্রী ৫২ জন। কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে গোহালবাড়ী ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ১৮৩ জন। ছাত্র ৯৯, ছাত্রী ৮৪ জন।