বর্তমান সময়ে আলোচিত মডেল ও অভিনেত্রী সূচনা আজাদ একাধারে কাজ করে যাচ্ছেন মিউজিক্যাল ফিল্ম থেকে শুরু করে সিনেমা ও বিজ্ঞাপনে। কাজের ধারাবাহিকতায় গত শনিবার রাজধানীর তেজগাঁও কোক ষ্টুডিওতে আরএফএল প্লাস্টিকস এর পণ্য আর এফ এল টুলের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। নির্মাতা নাফিজ রেজার পরিচালনায় বিজ্ঞাপনটিতে একজন কর্পোরেট নারীর ভূমিকায় দেখা যাবে সূচনা আজাদকে।
এ বিষয়ে সূচনা আজাদ বলেন, আসলে এই বিজ্ঞাপনটির গল্প একটু ভিন্ন ধাঁচের। আর নির্মাতা হিসেবে নাফিজ ভাই একজন অসাধারণ মানুষ। তার কাজগুলো সব সময়েই একটা ভিন্ন ধাঁচের হয়। আমি আজকে যে কাজটা করছি সেটা নিয়েও আমি আশাবাদী। এই কাজটিও দর্শকদের খুব ভালো লাগবে। প্রসঙ্গত, সূচনা আজাদ ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় কাজ করছেন নিয়মিত। এজন্য নিজেকে প্রস্তুতও করেছেন তিনি।