মোহাম্মদ সেলিম হাওলাদার, প্রতিনিধি-কুয়েত :- কুয়েতে ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশী শ্রমিক জাল ভিসার জালে আটকা পড়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন ও আরো কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশী শ্রমিক ভিসা দালালদের গাফলাতির কারণে আকামা জটিলতায়, আকামা ও কাজ বিহীন মানবেতর জীবন যাপন করছেন।
৮/৯ লাখ টাকা খরচ করে জাল ভিসার ষড়যন্ত্রের শিকার ও আকামা বিহীন প্রবাসী শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এসব প্রবাসীরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন।যদিও এরই মধ্যে কুয়েতের বাংলাদেশ দূতাবাস ঐসব প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ শুরু করেছে, বিপদগ্রস্থ প্রবাসীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
বর্তমানে ভিসা ও আকামা জটিলতায় কুয়েত প্রবাসীদের মানবেতর জীবন যাপনের চিত্রটি কুয়েত বাংলাদেশ কমিউনিটিতে বেশ আলোচিত বিষয়। জীবন আর জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের এদেশটিতে বর্তমানে তিনটি কোম্পানিতে আসা কয়েক শতাধিক প্রবাসীরা জাল ভিসা ও আকামা বিহীন তথা কর্মহীন অবস্থায় চরম অনিশ্চয়তায়ের মধ্যে দিনযাপন করছেন।অনিশ্চিত ভবিষ্যৎ এসব প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী তিনটি কোম্পানির কয়েক শতাধিক প্রবাসীরা।
কুয়েতে জাল ভিসা,আকামা জটিলতা ও কর্মহীন প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা প্রায়শই তাদের সমস্যার কথা জানিয়ে থাকেন দেশটির প্রবাসী বাংলাদেশী গণমাধ্যম কর্মীদেরকে। ঠিক তেমনই একজন কুয়েত প্রবাসী বাংলাদেশী শ্রমিক আমাদের প্রতিনিধিকে ফোন দিয়ে জানিয়েছেন তার আকামা জটিলতা ও কর্মহীন প্রবাসী জীবনের কথা।
প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব বলেন, দীর্ঘদিন ধরে কুয়েতে আছি, কিন্তু বর্তমান সময়ে কিছু প্রবাসী শ্রমিকদের সমস্যা আমাকে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সার্বিক ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পাওয়ার বিষয়টি বেশ প্রশংসনীয়, অবশ্য এদেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের বেশ কিছু ভালো কাজের ইতিবাচক ফলাফলও এটিকে বলা যেতে পারে।
কিন্ত সম্প্রতি কিছু কোম্পানি নামে মাত্র লাইসেন্স ইস্যু করে কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের কুয়েতে নিয়ে এসে চরম প্রতারণা করেছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম কালাম প্রতারক চক্রদের বিরুদ্ধে কঠিন শব্দ উচ্চারণ ও প্রতারণার শিকার প্রবাসীদের সহায়তার কথা জানান।