বাকী বিল্লাহঃ (সাঁথিয়া-বেড়া)পাবনা প্রতিনিধিঃ শীত মৌসুম মানেই পিঠার উৎসব। কমবেশি সবার কাছেই লোভনীয় শীতকালীন পিঠা।শীত এলেই যেন শুরু হয়ে যায় ঘরে-বাইরে সবখানে পিঠা বানানোর ধুম। আমাদের দেশ নানা রকম পিঠার দেশ।এদেশে নানা রকম পিঠার বৈচিত্র্য লক্ষ্য করা যায় হরহামেশাই। শীত মৌসুমে অন্যসব পিঠার চেয়ে জনপ্রিয় পিঠার নাম হলো ’ভাপা পিঠা’। চাউলের গুঁড়ো আর পাঁটালি বা খেজুর গুড় দিয়ে সুস্বাদু এই পিঠা তৈরি করা হয়।
শীতের সকালে ভাপা পিঠার সাথে অন্য কোনো পিঠার তুলনা চলেনা বললেই চলে। পাবনার বেড়া-সাঁথিয়ার দুই উপজেলায় শীতের শুরুতেই মৌসুমি পিঠা ব্যবসায়ীরা তৈরি ও বিক্রি করতে ব্যস্ত সময় পার করেছেন। বেড়া ও সাঁথিয়া উপজেলার সবখানেই পিঠা ব্যবসায়ীদের চোখে পড়বার মতো।বেড়া-সাঁথিয়ার প্রানকেন্দ্র সি,এন্ড,বি বাসস্ট্যান্ডে এবং তার আশ-পাশের বিভিন্ন অলিতে গলিতে প্রতিদিন কাঁক ডাকা ভোর থেকেই পিঠা তৈরির কাজ শুরু হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, দুই উপজেলায় প্রতিদিন শতাধিক ব্যবসায়ীকে পিঠা বিক্রি করতে দেখা যায়। সূর্য্যদয়ের আগ থেকে শুরু করে সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে রাত ৯ টা বা ১০ টা পর্যন্ত পিঠা তৈরি করতে দেখা যায়। সি,এন্ড,বি বাসস্ট্যান্ডের পিঠা বিক্রেতা রাজু আহমেদ জানান, প্রতিদিন তার ১৫ থেকে ২০ কেজি চাউলের গুড়ার পিঠা বিক্রি হয়।তার সাথে প্রয়োজন মতো পাঁটালি গুড়। দুই ধরনের চাল দিয়ে পিঠা তৈরি হয় সাদা এবং লাল। তবে গুড় মেশানো পিঠার চাহিদাই বেশি। প্রতিটি পিঠার দাম ১০ টাকা। পুরো শীত মৌসুমেই চলবে এই পিঠা বিক্রির উৎসব।