আন্তর্জাতিক ডেস্ক : ফের ভারতে চলন্ত গাড়িতে মধ্য বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে পঞ্চসায়র এলাকায় ওই ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই নারীর কিছুটা মানসিক সমস্যা ছিল। সেজন্য হোমে থাকতেন তিনি।
সোমবার রাতে হঠাৎ হোমের তালা ভেঙে বাইরে বেরিয়ে পিয়ারলেসের ইনের দিকে হাঁটতে থাকেন। এরপরই একটি সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। ওই নারীকে তুলে নিয়ে রাতভর অত্যাচার চালানো হয়। এরপর মঙ্গলবার সোনারপুর স্টেশন এলাকায় রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
নির্যাতিতার অভিযোগ, তাকে বেধড়ক মারধর করা হয়। গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় মাথায় গুরুতর চোটও পান তিনি। অজ্ঞান হয়ে যান সেখানেই। জ্ঞান ফিরলে, স্থানীয়দের সহায়তায় গড়িয়ায় মাসির বাড়িতে পৌঁছান। খবর যায়, বেহালায় দিদির কাছে। পঞ্চসায়র থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিগৃহীতার পরিবার। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।