ক্যাসিনো বা জুয়াখেলা বাংলাদেশের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক বিবেচনায় এটি নিন্দনীয় একটি কাজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের কথা চিন্তা করে, দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার করে টাকার মালিক হওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান বা ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এ অভিযানের পর দেশের জনগন প্রধানমন্ত্রী’র প্রতি হাত তুলে দোয়া করছে। প্রধানমন্ত্রীর জন্যই আজ বাংলাদেশকে বিশ্বের অনেক দেশ রোল মডেল মনে করে। এটা একটা দৃষ্টান্ত। নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযানের দৃষ্টান্ত কেবল জননেত্রীর পক্ষেই সম্ভব। এজন্য তাকে ধন্যবাদ জানাই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার রাত সাড়ে ৯টায় এসও রোডস্থ সংগঠনটির জেলা কার্যালয়ে মিলাদ মাহফিল,আলোচনা সভা ও কেকে কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান মন্ডল, মহানগর আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী রিয়াজ উদ্দিন রেনু, সদস্য জালাল আহম্মেদ, কেন্দ্রীয় হকার্স লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, সিমুলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন আলী সরদার, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি কাউসার হামিদ, জেলা মৎস্য জীবিলীগের সাংগঠনিক সম্পাদক সামাদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক জোবায়েল আলম হিরু, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণঞ্জ জেলার সভাপতি ইসলামইল হোসেন ইমন, মহিলা নেত্রী পলি আক্তার ও সীমা আক্তার প্রমমূখ।সিরাজ মন্ডল আরো বলেন, বিএনপির আমলে ক্যাসিনো সংস্কৃতির যাত্রা শুরু। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সৎসাহস দেখিয়েছেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। যারা ক্যাসিনো পরিচালনা করছে, তারা যেমন দায় এড়াতে পারে না, যারা চালু করেছিলো তারাও দায় এড়াতে পারে না। তিনি আলো বলেন, জাতীয় জনকের কন্যা প্রধানমন্ত্রী দেশটাকে সুন্দর করতে, যে শুদ্ধি অভিযান চালাচ্ছে, এটকা সুন্দর বাংলাদেশ আগামীতে উপহার দিতে। সংগঠন হিসেবে আমাদের প্রাণের আওয়ামীলীগ কোটি কর্মীর মধ্যে একজন সাধারণ কর্মী হিসেবে বলবো, এই সংগঠনের কোনো নেতাকর্মী ক্যাসিনোর মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে থাকলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। ক্ষমতায় দাপটে অবৈধ উপয়া কিছু করে থাকলে তাদের গ্রেফতার করা হক।