মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে বাংলাদেশ ব্যাটসম্যানের ওপর ছড়ি ঘুরিয়েছিল শ্রীলঙ্কার পেসাররা। মাত্র ২৪ রানে তুলে নেন পাঁচ বাংলাদেশি ব্যাটসম্যানকে। সেখানে থেকে প্রতিরোধ গড়ে দিনটিকে নিজেদের করে নিয়েছেন মুশফিক ও লিটন।
লঙ্কানদের বিপক্ষে ইতোমধ্যে দুইশোর বেশি রানে জুটি গড়ে ফেলেছেন এই দুই ব্যাটসম্যান। এই জুটিতে ৫৯ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে ফেলেছেন মুশফিক-লিটন। টেস্টে ২৫ রানের নিচে ৫ উইকেট হারানো ইনিংসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই দুই টাইগার ব্যাটসম্যান।
১৯৫৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে সেই রেকর্ডটি গড়েন পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিন। ২২ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর এই দুই পাকিস্তানি ক্রিকেটার ৮৬ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন। ২৫ রানের নিচে ৫ উইকেট হারানোর পর ৬ষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানে এটিই ছিল রেকর্ড
তবে এটি ভেঙে দিয়েছেন লিটন ও মুশফিক। এই দুইজন ইতোমধ্যে গড়েছেন ২৪৭ রানের বিশাল জুটি। এ ছাড়াও লিটন ও মুশফিক ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো দুই শ রানের জুটি গড়লেন। এর আগে মুশফিক ও আশরাফুলের ১৯১ রানের জুটিই ছিল সর্বোচ্চ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭১ রান। লিটন ১২৯ ও মুশফিক ১১৫ রানে অপরাজিত আছেন।