উজ্জীবিত বাংলাদেশ:- সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন মাত্র ৪৭ জন মাদক সম্রাটের হাতে জিম্মি হয়ে পড়েছে।এই সব মাদক বিক্রেতাদের কারনে যুব সমাজ প্রতিদিন মাদকাসক্ত হয়ে পড়ায় সমাজে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে।
ফলে সোনারগাঁয়ে আইন শৃংখলা অবনতিতে প্রভাব পড়তে পারে।
উজ্জবীতি বিডি.কম’র হাতে সোনারগাঁ থানা পুলিশের করা শম্ভুপুরা ইউনিয়নের ৪৭ জন মাদক সম্রাটের তালিকা এসেছে।এই সব মাদক কারবারীরা ইয়াবা,ফেন্সিডিল, গাজাঁর ব্যবসা চালিয়ে আসছে।
উল্লেখযোগ্য মাদক সম্রাটরা হলেন,দূর্গাপ্রসাদ পশ্চিমপাড়া এলাকার মৃত কমর আলীর পুত্র নুরুল ইসলাম নুরু,একই এলাকার আমল চানের পুত্র মোঃ জালালউদ্দিন,আমান উল্লার পুত্র শহিদুল্লাহ,দূর্গাপ্রসাদ চরকবাড়ী এলাকারমৃত সাধু মিয়ার পুত্র আনোয়ার হোসেন, কাজিরগাও এলাকার আলী নুরের পোলা আইনউদ্দিন,হযরত আলীর পুত্র আঃ আওয়াল,রফিকুলের পুত্র
এলান,কাজিরগাও চকবাড়ী এলাকার মোন্তাজ উদ্দিনের পুত্র আলমগীর,দূর্গাপ্রসাদ চকবাড়ী এলাকার মৃত শুক্কুর আলীর পুত্র মোঃ নোয়াব হোসেন,কাজিরগাও বাগপাড়া এলাকার আঃ আওয়ালের পুত্র মোঃ মোশারফ দূর্গাপ্রসাদ চকবাড়ী এলাকার মুধু মিয়ার পুত্র মাহবুবুর রহমান,দূর্গাপ্রসাদ কোনাবাড়ীর মৃত আলাউদ্দিন এর পুত্র জসিমউদ্দিন, কাজিরগাঁও এলাকার আমু দেওয়ানের পুত্র আলী হোসেন,দূর্গাপ্রসাদ চকবাড়ীর মৃত আনু ফকিরের পুত্র মোঃ আলী,মুসলিম নগর এলাকার মৃত রহম উদ্দিনের পুত্র খলিল মিয়া,দূর্গাপ্রসাদ পূর্বপাড়া এলাকার মৃত আলম চানের পুত্র জালাল মিয়া,কাজিরগাঁও এলাকার ফজলুল হকের পুত্র মাসুম মিয়া,শাহাবুদ্দীনের পুত্র রিপন মিয়া,আক্কাস আলীর পুত্র রাজু মিয়া,দূর্গাপ্রসাদ পূর্বপাড়ার মৃত ওহাব আলীর পুত্র ফারুক মিয়া,এলাহীনগর মোলাপাড়া এলাকার সামসুল হকের পুত্র সিরাজ,মোহাম্মদের পুত্র রিপন মিয়া,হাসেম মিয়ার পুত্র মনির হোসেন,নবীনগর এলাকার আঃ খালেকের পুত্র রাকিব,আবু কালামের পুত্র রোমান মিয়া,মৃত নুর মোহাম্মদ এর পুত্র রোমান মিয়া,এলাহীনগর পশ্চিমপাড়া এলাকার মৃত সিদ্দিকের পুত্র আতাবউদ্দিন,সিদ্দিকের পুত্র আশাবউদ্দিন,আব্দুল কাদিরের পুত্র মোঃ ইউসুফ,এলাহীনগর পূর্বপাড়া এলাকার রহম আলীর পুত্র মিন্টু মিয়া,নুরউদ্দিনের পুত্র মোঃ নিজাম,মীর মোহাম্মদের পুত্র মোঃ খায়রুল,সিদ্দিকের পুত্র বারেক,ফজল হকের পুত্র মাসুম ও মামুন,ইসমাঈলের পুত্র জাকির মিয়া,হাবিনুরের পুত্র আল আমিন ও সুজন মিয়া,বানিয়াচং এলাকার মোহাম্মদ এর পুত্র আনছ মিয়া,ফরদী এলাকার সেরাজল হকের পুত্র মজিবর ও মাহফুজ,পীর মোহাম্মদের পুত্র হাসান জাহের আলীর পুত্র ফরহাদ,মনাইর কান্দি এলাকার সামসুদ্দিনের পুত্র ফারুক,নুরনবীর পুত্র মিহিনউলাহ,চৌধুরী গাঁও এলাকার বারেকের ছেলে নয়ন,মুগারচর এলাকার মেছের আলীর ছেলে নয়ন প্রমুখ।
এলাকাবাসী জানান,পুলিশের তালিকাভূক্ত মাত্র ৪৭ জন হলেও এর সংখ্যা হবে কয়েকগুন। তারপরও পুলিশ যদি ৪৭ জনকে প্রথমে আটক করে আইনের হাতে সোর্পদ করলে মাদক বিক্রি অনেকাংশে কমে যাবে। পর্যায়ক্রমে এদের সহযোগী ও শেল্টার দাতাদেরকে গ্রেফতার করলে শম্ভুপুরা ইউনিয়ন হতে মাদক নির্মূল করা সম্ভব হবে।
সচেতন অভিবাবকদের দাবী নবাগত পুলিশ সুপার হারুন অর রশিদ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম ও ওসি তদন্ত সেলিম মিয়াও কঠোর অবস্থানে রয়েছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শম্ভুপুরা ইউনিয়নকে মাদক মুক্ত করা সম্ভব।
এ ব্যাপারে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ উজ্জবীতি বিডি.কমকে বলেন,আমি তো ৪৭ জনের তালিকা পাই নাই। আপনে পাইলেন কই? তবে সরকার মাদকের বিরুদ্ধে যে অবস্থানে আমিও সেখানে।