তারিখ : আগস্ট, ২৫, ২০১৯, | নিউজটি পড়া হয়েছে : ৭৪৪ বার

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন
খোকন হাওলাদার,
………………………..………..
১০ মিনিটের আবেগ মাগো
৫ মিনিটের সুখ,
কে তুমি মা দেখতে দিলানা
এই পৃথিবীর মুখ,
জোড় করে তো আসি নাকো
তোর শরীলে আমি,
পৃথিবীতে নাকি সন্তান হয়
মায়ের কাছে দামি।
তবে কেন সুখের ভুলে আমায়
পেটে নিলা,
সুখের শেষে কেটে ছিড়ে আমায়
ফেলে দিলা,
একদিন তুমি আমার কাছে
আসবে ঠিকি মাগো,
কি বলবে খোদার কাছে
ঠিক করে রাখো,
আমি তো মা বেচেঁ গেছি
বেচেঁ গেলো মান,
নয়তো সবাই বলতো মোরে
অবৈধ সন্তান।
একটু অবৈধ সুখ পেতে
আমায় পেটে নিলে,
কলংকের ভয়ে আবার আমায়
ছিড়ে ফেলে দিলে।
তোমার মাও করতো যদি
তোমার সাথে এমন
বুঝতে মা গো সেদিন তুমি
মৃত্যুর যন্ত্রনা কেমন।