শফিকুল ইসলাম শফিকঃ- নামে বেনামে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বিভিন্ন বাসা বাড়িতে মাদ্রাসা নামীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কোরআন শিক্ষা দেওয়ার নামে চালিয়ে যাচ্ছে ব্যাবসা আর এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়তই ঘটছে অপ্রীতিকর ও অবাঞ্ছনীয় অনেক ঘটনা। যার কারণে মাদ্রাসা, মক্তব, বা কোরআন শিক্ষার উপর দিন দিন মানুষের অনাস্থা তৈরি হচ্ছে। যাহা কোন মুসলিম দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর ও লজ্জা জনক।
এমনেই একটি মাদ্রাসা গড়ে উঠেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের নূরবাগ পুরাতন সিএনজি ইস্টার্নের পাশে বিএনপি নেতা হাজী মোঃ শফিকুল ইসলাম সরকারের বাড়ির ২য় তলায়, আবাসিক- অনাবাসিক- মারকাযুন নূর তাহফীযুল কুরআন নামীয় মাদ্রাসায় ( বালক – বালিকা ) পহেলা সেপ্টেম্বর আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় সানী নামের ১০ বছরের একটি বাচ্চাকে বেধড়ক মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে উক্ত মাদ্রাসার শিক্ষক।
এই বিষয়ে সানীর মা ও দাদী সাংবাদিকদের জানান কত কষ্ট করে বাচ্চাকে মানুষ বানানোর আশায় ইসলাম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পড়তে দিয়েছি কিন্তু কোন শিক্ষক ছাত্র কে এভাবে মারতে পারে,ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম এক্সরে করিয়েছি মাইরের আঘাত হাড্ডি পর্যন্ত লেগেছে। কয়দিন পর পরেই এইভাবে মারে আর ও তিন দিন মেরেছে ইতি পুর্বে একবার ক্ষমাও চেয়েছেন। আমরা এর বিচার চাই।
এই বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারী মোঃ তাওহীদুল ইসলাম সাথে কথা বলে জানা যায় তিনি বলেন ব্যঙ্গ করে কোরআন পড়ার কারণে বাচ্চাটি কে মেরেছে তবে এইভাবে মারা উচিত হয়নি, শিকদার মাহবুবুর রহমান হক ভাই সহ এলাকার মুরুব্বিদের নিয়ে মাগরিবের পর আলোচনায় বসবো।যে শিক্ষক মেরেছে উনি এখন কোথায় জানতে চাইলে তিনি বলেন উনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
এই বিষয়ে বাড়ির মালিক হাজী মোঃ শফিকুল ইসলাম সরকারের সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায় তিনি বলেন বিষয়টি আমি শুনেছি মাগরিবের পর বসবো আমি তাদেরকে বলেছি ছাত্র জাহান্নামে যাক কাউকে মারধর করবেন না তারপরেও ওরা কেন মারধর করল বসলেই জানতে পারবো।
এই বিষয়ে সিকদার মাহবুবুর রহমান হকের সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায় তিনি বলেন হ্যাঁ আমি শুনেছি মাগরিবের পর বসার কথা বলেছি বাচ্চার বাবাকে থানায় যেতে বলেছিলাম যায়নি তবে আমি যাব। আপনি বিষয়টি দেখবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না আমি দেখবো না অবস্থা বুঝে ব্যবস্থা যদি বাচ্চার অবস্থা খারাপ হয় তাহলে থানায় পাঠাবো।
এই বিষয়ে ৫ নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি জানিনা কেউ আমাকে বলেনি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে খুব খারাপ হয়েছে এর বিচার হওয়া উচিত।