ফেনী শহরের আতিকুল আলম সড়কের খাদেমের ভাড়া বাসা থেকে হাসনাত আরা রিম্পা (১৯) নামে এক গৃহ বধূকে স্বামী কর্তৃক হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২৩ অক্টোবর মঙ্গলবার রাতে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শশুর পলাতক রয়েছে। এঘটনায় নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, ছাগলনাইয়া পৌর এলাকার বাশপাঁড়ার সৌদি প্রবাসী শাহ আলমের মেয়ে ও ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের অনার্স ২য় বর্ষ পড়ুয়া হাসনাত আরা রিম্পার সাথে একই উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জুরা সমিতি বাজার এলাকার নুর নবীর ছেলে মো. নোমান প্রকাশ রায়হানের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রিম্পার অন্যত্র বিয়ে ঠিক হলে নোমান রায়হান খবর পেয়ে মোটর সাইকেল বহরে করে সহযোগীদের দিয়ে জোর পূর্বক রিম্পাকে তুলে এনে চলতি মাসের ৫ অক্টোবর বিয়ে করে। বিয়ের ১৯ দিনের মাথায় রিম্পাকে হত্যা করা হয়।
পরে তারা ফেনী শহরের আতিকুল আলম সড়কে বাসা ভাড়া নিয়ে ওখানে বসবাস করছিল। মঙ্গলবার সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিণ্য ও কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় ওই বাসায় কোন সাড়া শব্দ না পেয়ে দরজায় আঘাত করতে থাকে এতেও কোন আওয়াজ না আসায় তারা পুলিশে খবর দেয়। ফেনী মডেল থানার এস.আই দুলালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে প্রবেশ করে লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে মো. নোমান রায়হান ও তার পিতা নুর নবী পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শাশুড়িকে আটক করা হয়েছে।
নিহতের মা নাজমা আক্তার অভিযোগ করেন, পারিবারিক ভাবে বিয়ে হলেও যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের সদস্যরা হাসনাত আরা রিম্পার উপর নির্যাতন চালায়। নির্যাতনের ঘটনা মা-বাবাকে জানালে ক্ষুদ্ধ হয়ে স্বামী রায়হান তাকে হত্যা করেছে। ঘটনায় তিনি বাদী হয়ে স্বামী ও তার পরিবারের সদস্যদের আসামী করে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম গৃহবধূর লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, এটি হত্যা না অাত্যহত্যা ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।