সৌদি আরবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাজার হাজার পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠানোর বিষয়টি অস্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার পররাষ্ট্রদফতরের মুখপাত্র আয়েশা ফারুকি সাপ্তাহিক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান। এ খবর জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া প্রতিবেদন অস্বীকার করে জানান, গত সপ্তাহে হাজার হাজার পাকিস্তানিকে আটক ও নির্বাসিত করা হয়েছে এটি বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। শুধুমাত্র পাকিস্তানিদের উদ্দেশপ্রণোদিতভাবে আটক করা হচ্ছে এ বিষয়টিও তিনি অস্বীকার করেন।
ফারুকি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, সৌদি আরবে রমজান উপলক্ষে অবৈধ রফতানিকারক ও যাদের ওয়ার্ক পারমিট (আকামা) শেষ হয়ে গেছে তাদের আটক করছে। সৌদি আরব কর্তৃপক্ষ বিভিন্ন দেশের নাগরিকদের আটক করছে।