মাসুদ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর থেকে পিয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছে।বৃদ্ধা পিয়ারা বেগমকে হন্যে হয়ে খুঁজছে পরিবার।
শুক্রবার ৩ জুন সকাল ৯ টার দিকে ইউনিয়নের আষাঢ়ীয়ারচর থেকে নিখোঁজ হয় পিয়ারা বেগম ।এ সময় তাঁর পরনে হালকা বেগুনি ও সবুজ প্রিন্টের কাপড় ছিল।গায়ের রং ফর্সা।
পরিবারের আত্মীয় স্বজনরা জানান, শুক্রবার সকাল ৯ টার সময় বাড়ি থেকে বের হয়েছেন তারপর থেকে কোন খুজ খবর পাওয়া যায়নি ।
কেউ বৃদ্ধা পিয়ারা বেগম সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করার বিশেষভাবে অনুরোধ করেছে নিখোঁজের পরিবার।
ঠিকানাঃআষাঢ়ীয়ারচর, পিরোজপুর
ইউনিয়ন, সোনারগাঁও।যোগাযোগ এর ঠিকানা
মোবাইল নাম্বারঃ 01819110112