স্টার প্রতিনিধি লিজা:- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।
শুক্রবার(১৭ জানুয়ারী) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এশিয়ান হাইওয়েতে এ কর্মসূচী পালন করেন তারা।
এসময় মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ প্রায় পাচঁশতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু মুসা,শাহীন,আল আমিন,আমিনুল প্রমুখ
এসময় বক্তারা বলেন , ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের কিছু দোষর এবং ভুমিদস্যুরা একত্রিত হয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইয়ার নামে স্থানীয় থানায় মালামাল লুটপাট ও চাঁদাবাজির একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে।এমনকি তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।