নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাই গ্রামের বাসিন্দা সুমা আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার( দুপুর ১২ টায়) চাষাড়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি নিহত সুমার মামা আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিহত সোমার মামা জাকির হোসেন, বোন রিমা আক্তার, মামী মালেকা বেগম, মামী রাবেয়া আক্তার ও মোহাম্মদ আলী হোসেন।
বক্তারা বলেন, বৈদ্যের বাজার ইউনিয়নের সাত ভাই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও খুনী ছালেক মেম্বারের পুত্র জুয়েল রানা, তার বোন ঝর্ণা আক্তার , পান্না আক্তার, ইভা আক্তার,মুন্নি আক্তার মিলে ৫ মাসের অন্তঃসত্ত্বা সুমা আক্তার কে হত্যা করে মেঝেতে শুয়ে রাখে।হত্যাকারীরা প্রচার করে সুমা আক্তার আত্মহত্যা করেছে।
সোনারগাঁ থানা পুলিশ আসামিদের পক্ষ নিয়ে থানায় মামলা দায়ের করেনি বরং বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার মাসুমের নেতৃত্বে ঘটনাস্থল হতে আটক আসামি মুন্নি আক্তার কে ছাড়িয়ে নিয়ে যায়।
বক্তারা আরো বলেন, আসামিপক্ষ প্রভাবশালী ও অর্থশালী হওয়ায় সোনারগাঁ থানা পুলিশ টাকা খেয়ে এখনো পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি। থানায় মামলা না নেওয়ায় আমরা নারায়ণগঞ্জ কোর্টে শিশু নারী নির্যাতন দমন আইনে আসামি জুয়েল, ঝর্না, পান্না, ইভা ও মুন্নির নামে মামলা দায়ের করেছি।
তারপরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে ভূমিকা পালন করছে না তাই আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে বাধ্য হয়েছি।
সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক, তাই আমরা আপনাদের দারস্থ হয়েছি। আমরা আশা করছি আপনাদের লেখনীর মাধ্যমে পুলিশ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবে।
মামলা না নেওয়ার প্রসঙ্গে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহসিন মিয়া জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন, আমরা চারজনকে আসামি করে সুমা হত্যার মামলা নিয়েছি। মামলা নাম্বার ১৯, বাদীপক্ষকে বলেন আমাদের সাথে যোগাযোগ করতে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি।
উল্লেখ্য নিহত সোমা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার দেড় বছরের একটি সন্তান রয়েছে।