তারেক জাহিদ, ঝিনাইদহঃ প্রযুক্তিগত সব সুযোগসুবিধা নিয়ে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের থানার সামনের জোহান মার্কেটে যাত্রা শুরু হলো এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) উপ-শাখার কার্যক্রম। রোববার সকালে নতুন শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু।
ব্যাংকের ঝিনাইদহ উপ-শাখার ইনচার্জ ইমতিয়াজ হোসেন সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহের জোহান এগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন, ইন্টারন্যাশনাল বিভাগের ভিপি আবু মোশাহীদ, হাটগোপালপুর শাখার প্রধান রাসেল মেহেদী প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ফিতা কেটে উপ-শাখার উদ্বোধন করা হয়।
এসময় ব্যাংক কর্তৃপক্ষ জানান, এ উপ-শাখার মাধ্যমে ঝিনাইদহবাসী হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল গ্রহণ, ডেবিট-ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিংসহ শহজ শর্তে গ্রাহকরে ঋণ সুবিধা প্রদাণ করবে। পরে অনুষ্ঠানের দোয়া মাহফিলে ব্যবসায়ী, আমানতকারী, স্টেকহোল্ডারদের সমৃদ্ধি কামনা করা হয়।