উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। ২২ শে অক্টোবর (শনিবার) সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্ৰহন। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই উৎসব উৎসব মূখোর পরিবেশেই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা।
ভোট গ্ৰহন শেষে প্রশাসন সাংবাদিক ও সকল অভিভাবক সদস্য প্রার্থীদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা করে সন্ধ্যার পর পরেই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
সাতজন অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দুইজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চারজন অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য একজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন — ১০৯০ ভোট পেয়ে প্রথম হয়েছেন ৬ প্রতীক নিয়ে-শাহ আলম সোহাগ, ৯৬১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ৭ প্রতীক নিয়ে-সাইফুদ্দিন শাহীন। ৮৯৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন — ২ প্রতীক নিয়ে- আনোয়ার হোসেন আনু, ৮৭২ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন- ১ প্রতীক নিয়ে-আতিকুল ইসলাম খোকন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ প্রতীক নিয়ে ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন- নুরনাহার।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির হোসেন মাসুদ ৩ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৯ ভোট, মোহাম্মদ রুহুল আমিন সিকদার ৫ প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৬ ভোট, মোহাম্মদ মনির হোসেন ৪ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৩ ভোট, সংরক্ষিত মহিলা ১ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৫ ভোট।
স্কুলের ভোটার সংখ্যা ছিল ৩৩০০ কাস্ট হয়েছে ১৭৭৯ এর মধ্যে বাতিল হয়েছে ৭৯ ভোট।