হাত বাড়লেই মিলছে মরনব্যাধি ইয়াবা। যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এমনকি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াল থাবা। অনেকটা প্রকাশ্যে বিরতীনভাবে চলে আসছে হরিহরপাড়া শীষমহল এলাকার সানালের ছেলে কুত্তা সুমনের ভয়ংকার এ মাদক ব্যবসা। মরনব্যাধির ইয়াবার ছোবলে আসক্ত হয়ে যুব সমাজ ধাবিত হচ্ছে অনিশ্চিত ভবিষত্যের দিকে। ইয়াবা ডিলার একাধিক সেলসম্যানের মাধ্যমে ফতুল্লার শীষমহল,আমতলা, ঢালীপাড়া,মুন্সিবাড়ী এবং ধর্মগঞ্জসহ কয়েকটি এলাকায় প্রতিদিন শত শত ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। মাদকের একাধিক মামলার আসামি মোবারকের মাধ্যমে ইয়াবার চালান স্থাণীয় খুঁচরা ব্যবসায়ীদের হাতে পৌছে দেয়া হয়। এমনকি টেকনাফ থেকে উজ্জল নামের এক মাদক ব্যবসায়ীর মাধ্যমে শরীরের বিশেষ অঙ্গে ইয়াবা প্রবেশ করিয়ে এলাকায় ডুকানো হচ্ছে। এদিকে দীর্ঘদীন ধরে একক নিয়ন্ত্রনে মরনঘ্যাতি ইয়াবার রমরমা ব্যবসা পরিচালনা করে আসলেও ধরা ছোয়ার বাইরে রয়েছে ইয়াবা ডিলার কুত্তা সুমন। একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে এলাকায় বীরদর্পে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসলেও নিশ্চুপ রয়েছে স্থাণীয় পুলিশ প্রশাসন। রহস্যজনক কারনে ইয়াবা ডিলার পুলিশের হাতে গ্রেফতার না হওয়ায় প্রশ্ন উঠেছে কোন ক্ষমতার বলে এখনো গ্রেপ্তার হচ্ছে না ইয়াবা ডিলার কুত্তা সুমন? তবে, ইয়াবা ডিলার কুত্তা সুমন বীরদর্পে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসলেও পুলিশের নীরবতা কেন? এমন প্রশ্নের জবাবে ফতুল্লার মডেল থানার ওসি রেজাউল হক দিপু বলেন, সাংবাদিকদের মাধ্যমেই ইয়াবা ডিলার কুত্তা সুমনের বিষয়ে আমরা অবগত হলাম। অতিদ্রুত সময়ের মধ্যেই ইয়াবা ডিলার কুত্তা সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় এক বাসিন্দা জানান, হরিহরপাড়া শীষমহল এলাকার উচ্চাভিলাষী পরিবারের একমাত্র সন্তান রায়হান (ছদ্মনাম)। জীবনে কোনদিন সে অভাব দেখেনি। হাত বাড়ালেই মিলেছে টাকা। তাই খরচেও কোন কার্পণ্য ছিল না তার। খরচে কার্পণ্য পরিবারেরও পছন্দ না। একটা মাত্র ছেলে, যখন যেটা চেয়েছেন তখন সেটাই সামনে হাজির হয়েছে। মুখ থেকে উচ্চারণ করতে যতক্ষণ, ছেলের সামনে হাজির করতে বারণ নেই ব্যবসায়ী বাবার। ছোটবেলা থেকেই হাই সোসাইটিতে বসবাস। বন্ধু-বান্ধব মহলও গড়ে ওঠে হাই সোসাইটিতে। এরই মধ্যে ছেলের ইংরেজি মাধ্যম থেকে ও লেভেল শেষ। পরিবার সিদ্ধান্ত নিল, দেশে থাকলে ছেলে নষ্ট হয়ে যাবে। তাই তাকে বিদেশে পড়তে পাঠানো হোক। যেই কথা, সেই কাজ। পাঠানো হলো ইংল্যান্ডে। ডিগ্রি শেষ করে দেশেও ফিরেছেন ঠিকঠাকভাবে। পাইলট হওয়ার স্বপ্ন ছিলো তরুণের। স্বপ্নটা পরিবারেরও। পাইলট অবশ্য হয়েও গেছিলেন। তবে স্বপ্নে বাধ সাজলো নেশাদ্রব্য ইয়াবা। ইয়াবার পাল্লায় পড়ে তার সব স্বপ্ন ভেস্তে গেল। এখন সে পুরোদমে ইয়াবা আসক্ত। আট বছর ধরে ইয়াবা সেবন করছেন। এখন তার বয়স ৩৫। চিকিতৎসায় বহু টাকা খরচ করেছে তার পরিবার। তবে কোন পরিবর্তন নেই। আলাপকালে এভাবেই নিজের জীবনের চিত্র তুলে ধরেন এক যুবক। ইয়াবার সাথে কিভাবে নিজেকে জড়ালেন জানতে চাইলে বলেন, দেশে ফেরার পর পুরাতন বন্ধু-বান্ধবের সাথে সখ্যতা গড়ে ওঠে। তারা প্রায়ই বিভিন্ন অভিজাত এলাকায় আড্ডা দিতেন। বন্ধুদের কয়েকজন ইয়াবা আসক্ত ছিলেন। স্থানীয় তরুন যুবকদের দেখতাম শীষমহল এলাকায় মাদক ব্যবসায়ী কুত্তা সুমনের কাছ থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে আসতেন। আর তাদের পাল্লায় পড়ে ইয়াবার সাথে নিজেকে জড়ান। প্রথমে একটা-দুটো। এভাবে ধীরে ধীরে আসক্ত হয়ে ওঠেন। বন্ধুরা তাকে বলতো, ইয়াবা খেলে শরীরে শক্তি থাকে। নিজেকে ¯িøম এবং স্মার্ট লাগে। এ আসক্ত থেকেই ইয়াবা নেশায় জড়িয়ে পড়া। স্থানীয় এলাকাবাসী দাবি জানান, এনায়েতনগর ইউনিয়নের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য অনতিবিলম্বে ইয়াবা ডিলার কুত্তা সুমনকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় এ এলাকার তরুন যুব সমাজ একটা ধ্বংসের পথে ধাবিত হওয়ার আশংকা করছে অভিভাবক মহল।