মো. রাজু কামাল, শার্শা উপজেলা প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় যশোরের শার্শায় মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং উপজেলা স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলী, সাবেক কমান্ডার মোজ্জাফর হোসেন, শার্শার থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া প্রমুখ।