লুশিয়াস ভ্যানিলা আইসক্রিম : শাকিলা তুবা
অনেকদিন কেটে গেল রঙহীন ঋতুর সম্ভারে—
যেন ফ্রেমের ছবিরা হাঁটছে অথবা শুনছি টুকরো কিছু কথা
‘তাড়াতাড়ি ফিরিস তুবা, আইসক্রিম জমছে ফ্রিজে’ বা
‘ভেজা চুলে ঘুমোতে নেই মা ঠান্ডা বসে যাবে’।
ধীর পায়ে হেঁটে যায় শীতার্ত রমনী চোখের করিডোরে
একটু হাসি, তীর্যক চাহনী আর বাঁকানো আঙ্গুলে
মুঠো মুঠো অক্ষর গড়িয়ে আসছে কি আমারই দিকে?
ঘরের উপর পোকার বাসা, বুক টান টান ঘাসেরা বাড়ছে
নীচ থেকে রমনী তবু মৃদুস্বরে বলে ওঠে, ‘কেঁদো না মা,
মানুষই এমন ক্রমাগত বিনাশের দিকে যায়’।
এমনি অনেকটা দিন চলে যাবে শোকের কড়া গুণে
শীত, গ্রীষ্ম, বর্ষা অথবা বসন্তে কিই বা যাবে আসবে
প্রতিটি নতুনই তবু ক্লান্তিকর, বিনাশের বার্তাবাহক।
তারপরও যাবে সময় আরো আরো রঙহীন ঋতুর বিরহ নিয়ে।