নারায়ণগঞ্জ ৪-আসনের সাবে এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন,আপনারা যারা এখানে বাড়িঘর করেছেন তারা অত্যন্ত ভালো লোক। কিন্তু আপনারা এই সমিতি দিয়ে খুব ভালো কিছু একটি করতে পারেন নাই। কেউ কেউ ব্যবসা বানিজ্য করেছে কেউ প্রভাব খাটিয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধা হয়তো নিয়েছে এই সমিতিকে ব্যবহার করে। কিন্তু সার্বজনিন যে কল্যাণ সদস্যদের সেটা একবারও ভাবা হয়নি।
এটার কারনেই গত ৫ তারিখের পর থেকে এই পরিবর্তন হওয়ার পর এই কমিটির পরিবর্তন হবে কেনো। সমিতি তো রাজনীতির জন্য হয় নাই। রাজনীতি করার উদ্দেশ্যে তো এই সমিতি করা হয় নাই। নেতৃত্ব বা ব্যবসা বানিজ্যেও জন্য তো এটা করা হয় নাই। তাহলে কেনো এই সমিতি পরিচালনায় হঠাৎ করে দেখা যাবে যে শূন্যতা। এখানে কি কেউ এসে বলেছে যে আপনারা সমিতি পরিচালনা করতে পারবেন না। কাজ কর্ম আপনারা বন্ধ করেন এমন কথা কি আপনাদের কেউ বলেছে।
বুধবার (১২ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সদস্যদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
গিয়াসউদ্দিন আরো বলেন, এমন অভিযোগ আমি পাইনি আপানারা পেলে জানাবেন। আমি এই এলাকাতে প্রতিদিন আসি এমন অভিযোগ আমি পাইনি। তাহলে এতে কি উপলব্দি করা যায় না যে সমিতি করার ক্ষেত্রে কিছু না কিছু ভুল ছিলো। যার কারনে হঠাৎ করে এসে ৫ তারিখের নেতাকর্মীরা এসে অন্যায় অত্যাচার করেছে জুলুম নির্যাতন করেছে দেশের অর্থ সম্পদ লুটপাট করেছে তারা না হয় পালিয়ে গিয়েছে। সমিতির কার্যক্রম বন্ধ হবে কেনো। সমিতি তো সমাজ কল্যাণ প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠান হচ্ছে গনতান্ত্রিক। কারন এটা কারো বাবার বিত্ত না। এটার মালিকানা সত্ত কারো নাই। সকল সদস্যের সমান অধিকার। সকল সদস্যের সমান মর্যাদা। এটা সরকার কর্তৃক নিবন্ধনকৃত সমিতি। আমিও হীরাঝিল এলাকার এই সমিতির সদস্য ছিলাম। এক সময়ে আমি আর সদস্য নাই এটা গনতান্ত্রিক হতে পারে না। আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আমি বুঝি আপনাদের কল্যানের জন্য সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনাদের ভবিষ্যত সন্তানদের একটা সুন্দর আবাসিক এলাকা গড়ে দেয়ার জন্য এটা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুলেয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি রওশন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা তরুন দলের সভাপতি টি,এইচ,তোফা, সিদ্ধিরগঞ্জ হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির ইউসুফ রশিদ, নুরুল ইসলাম, হারুন-অর-রশীদ, আব্দুল মতিন, আওলাদ, মোহাম্মদ রহিম, কবির হোসেন, আবু তাহের, জুয়েল ও হীরা প্রমূখ।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ইউসুফ রশিদ কে সভাপতি ও নুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি গঠন করা হয়।