নিউজ ডেস্ক: পথচারীদের নিরাপদ পারাপারের জন্য রাজধানীর মধ্যবাড্ডায় লিংক-রোডে জেব্রা ক্রসিং পথচারীদের কাছে হয়ে উঠেছে আতঙ্ক। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও পার হতে পারছেন না তারা, বিরামহীন গাড়ির স্রোতে। দু-একজন একাধিকবার রাস্তায় নেমে আবার উঠে আসেন ফুটপাতে। পরে আরও কয়েকজন জড়ো হলে একসঙ্গে রাস্তায় নামেন তারা। কোনো গাড়ি থামে তো কোনো গাড়ি চলমান থাকে। ভয় নিয়েই গাড়ির ফাঁক গলে পথচারী উঠে আসে মাঝের আইল্যান্ডে। রাজধানীর বাড্ডা লিংরোড ব্যস্ততম সড়কটির এই মোড়ে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো পথচারী সড়ক পারাপার করে।
রাজধানীতে এ রকম অনিরাপদ জেব্রাক্রসিং রয়েছে অনেক। পথচারীদের নিরাপদ পারাপারের জন্য জেব্রা ক্রসিং চিহ্নিত হলেও তা অনেকটা অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। আছে বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থা। জেব্রা ক্রসিংকে গুরুত্ব দেন না চালকরা। তারা জেব্রা ক্রসিংয়ের আগে গাড়ির গতি যেমন কমান না, তেমনি আবার যাত্রী তোলার জন্য জেব্রা ক্রসিং দখল করে গাড়ি থামান। কিন্তু নিরাপদ পারাপারের জন্য যেসব জেব্রা ক্রসিং রয়েছে, সেগুলো কতটা নিরাপদ? পথচারীদের মতে, এসব জেব্রা ক্রসিংয়ে নিরাপত্তার চেয়ে ঝুঁকি বেশি। নিরাপদ পারাপারের জন্য দেয়া জেব্রা ক্রসিং হয়ে উঠছে বিপদের কারণ। সাধারণ পথচারীদের প্রাণের দাবি মধ্যবাড্ডা লিংক রোডে পারাপারের জন্য অতীব জরুরী ফুটওভারব্রিজ।
তাই রাজধানীর মধ্যবাড্ডায় লিংক-রোডে জনসাধারণের পারাপারের জন্য অতীব জরুরী ফুটওভারব্রিজ। এলাকাবাসী এবং স্থানীয়রাও জানান বাড্ডা লিংরোড প্রতিনিয়ত রাস্তা পারাপার হওয়া সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ জনগণ। জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও কোন গাড়ি জনগণ পারাপারের সময় থামাচ্ছে না। এমতাবস্থায় জনগণের দাবি যদি লিংক রোডে একটি ফুটওভারব্রিজ করা হয় তাহলে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এবং জনগণ নিশ্চিন্তে রাস্তা পারাপার হতে পারবে, এই বিষয়ে সাধারণ জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।