নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মরহুম আনোয়ার হোসেন আনুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বাদ আছর মরহুম আনুর শাসনগাও বিসিকের নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম নান্নু, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক বাবুল সরদার, ফতুল্লা থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি কামাল হোসেন, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন, আনুর ছেলে সারিদ হোসেন,মেয়ে জান্নাত আরা জাহান প্রেরনা,মোঃ নুর আলম,মোঃ কাজল,পান্না বেগম,পুতুল আক্তার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আনোয়ার হোসেন আনুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম।