বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু। বুধবার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান লিখিতভাবে এ তথ্য জানিয়েছেন। নির্বাচিত ঘোষণার পর টিটু ময়মনসিংহকে প্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার টিটুর একমাত্র প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নিলে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ খুলে যায়।
ইকরামুল হক টিটু জানান, প্রথম মেয়র হিসেবে এই নগরীকে প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ার পরিকল্পনা করেছেন। আধুনিক, নান্দনিক ও উন্নত জীবনযাপনের উপযোগী করে নগরীকে গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টিটু বলেন, তিনি যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে সচেষ্ট থাকব। তিনি নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩৩টি ওয়ার্ডের ১৩০টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। এদিকে, বুধবার ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭ জন কাউন্সিলর তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন ২৪১ কাউন্সিলর প্রার্থী আগামী ৫ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র ও নবগঠিত সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন।