সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে ঢাকার নয়াপল্টনে সমাবেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে শতশত নেতাকর্মী যোগদান করে।
বুধবার ( ১৮ অক্টোবর ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে মূল মিছিলে নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নয়া পল্টনে সমাবেশে অংশ নেন থানা বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকএম,এ, হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডি,এইচ,বাবুল, মোস্তফা কামাল, রওশন আলী, এড্যাঃ মাসুদুজ্জামান মন্টু, সেলিম মহমুদ, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার, যুব-বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক তৈয়ব হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক জামান মির্জা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মুন্সি, মহিলা বিষয়ক সহ-সম্পাদক লুৎফুন নাহার, সদস্য আব্দাল হাই রাজু, ইউছুফ মিয়া, ২নং ওর্য়াড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেইমান পলাশ, ইসমাইল হোসেন ও জসিম উদ্দিন প্রমূখ।