মহামারি করোনা ভাইরাসে থমকে গেছে অর্ধেক পৃথিবী। ভেঙেছে অনেকে স্বপ্ন। জীবনযাত্রাও আর আগের মতো আর নেই। সকলেই এখন মাস্ক, সাবান, স্যানিটাইজারের ‘নিউ নর্মাল’ লাইফে অভ্যস্ত হয়ে গেছে। আর সেই নতুন দুনিয়ায় বদলে গিয়েছে বিয়ের রীতিনীতিও। কেউ কেউ অনলাইনে বাগদান সারছেন, তো কেউ আবার কোন রকম করে রেজিস্ট্রি ম্যারেজ করছেন। এতদিনের পরিকল্পনা সবটাই ভেস্তে গেছে তাদের। এমন পরিস্থিতিতে নতুন উপায়ে বিয়ে বাড়ি ভরিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটেনের এক দম্পতি। কী করেছেন তারা?
গত ১৪ আগস্ট বিয়ে সম্পন্ন হয়েছে ব্রেমলির গিল্ডফোর্ডের বাসিন্দা রোমানি ও তার স্বামী স্যাম রন্ডুস্মিথের। তাদের বিয়েতে প্রায় ১০০ জন অতিথিকে আমন্ত্রণ করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা ভেস্তে যায়। বারবার দিন পিছিয়েও বিয়েতে সকলকে আনতে পারেননি তারা। শেষ অবধি সবাইকে একজায়গায় আনতে প্রায় ২ লক্ষ টাকা খরচ করলেন ওই দম্পতি।
তবে ট্রেন, বাস বা বিমানের টিকিট কেটে নয়। বরং সকল আত্মীয়র ‘কাটআউট’ বানিয়ে। আত্মীয়দের ‘কাটআউট’ তৈরি করে এমন ভাবে বিয়ের আসর সাজানো হয়েছিল যেন সত্যিই তারা বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছেন।
জুলাইয়ের পর থেকে ব্রিটেনের যে কোন অনুষ্ঠানে সবচেয়ে বেশি ৩০ জন অতিথি আসতে পারেন। কিন্তু রোমানি ও স্যামের এত আত্মীয় ও বন্ধুদের মধ্যে কাকে বাদ দেবেন তারা? কাউকেই তাই দুঃখ না দিতে এমন ভাবনা তাদের।
প্রায় ২০০০ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় ২ লাখ ১৭ হাজার টাকা খরচ করে ৫০ জনের প্রমাণ মাপের কাটআউট তৈরি করিয়েছেন তারা। কার্ডবোর্ড দিয়ে বাড়ির কুকুরের পর্যন্ত কাটআউট তৈরি করা হয়েছিল। হাওয়াইয়ান শার্ট ফটোগ্রাফির তরফে রোমানি ও স্যামের বিয়ের নানা ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেগুলি নিমেষে নজর কেড়েছে নেটিজেনদের।