গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলসহ নানা অনিয়ম অব্যাহত রয়েছে। অথচ যে কোনো বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড। যেখানেই যার বিরুদ্ধে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠেছে, যাচাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবু থামছে না একশ্রেণির অসাধু নেতাকর্মী। তাদের অন্যায়-অপকর্মের গøানি টানতে হচ্ছে দলের নীতিনির্ধারকদের। স্থানীয়ভাবে এসব নেতাকর্মীর অপকর্মে বিব্রত দলটির শীর্ষ নেতারা।
সিদ্ধিরগঞ্জের সবচেয়ে আলোচিত ওয়ার্ড ৬নং ওয়ার্ড। এ ওয়ার্ডের বিএনপির দুই বিতর্কিত নেতার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। বিতর্কিত এই দুই নেতার একজন মৃত পিয়ার আলী ভূঁইয়ার ছেলে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা অকিল উদ্দিন ভূঁইয়া ও অপরজন আইলপাড়ার মৃত জাহের আলীর পুত্র মনির হোসেন। তারা দুজনেই জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদ পন্থী নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক পরিচয়দানকারী। আইলপাড়ার বিএনপি নেতা মনির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী নিয়ে চাঁদাবাজি, লুটপাট, দখল বাণিজ্য, ডিশ-ইন্টারনেট ব্যবসা দখল, ঠিকাদারি ও ঝুঁট সেক্টরের দখল নিতে ব্যবসায়ীদের নানা হুমকি ধামকি দেয়াসহ একের পর এক বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তেই বহুদিন পর এলাকায় ফিরে লুটপাট, চাঁদাবাজি, দখল বাণিজ্যে মগ্ন হয়ে উঠেন মনির হোসেন। তিনি চাঁদাবাজি ও লুটপাট করে ইতোমধ্যেই কামিয়েছেন কোটি টাকা।
অনুসন্ধানে জানা যায়, মনিরের এসব অপকর্মে প্রধান সহযোগী আওয়ামী লীগ নেতা কবির হোসেন। এই কবির হোসেন আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল এর সহযোগী ও বিএনপি নেতা মনিরের ভায়রা ভাই। ইপিজেডের কর্মকর্তাদের নানা ভয়-ভীতি দেখিয়ে আদমজী ইপিজেড, ওরিয়ন ওষুধ কোম্পানি, তেল ডিপো, সেভেন হর্স সহ এর বাহিরে থাকা আরো বেশ কয়েকটি গার্মেন্টস ও বিভিন্ন ফ্যাক্টরীর মালিকদের ভয়-ভীতি দেখিয়ে জোরর্পবূক মালামাল নামানো, মাসিক চাঁদা, আদমজী এলাকার দোকান থেকে ২০০/৩০০ টাকা করে চাঁদা, শীতলক্ষ্যা নদী ঘাটে চাঁদা, ময়লার গাড়ি থেকে চাঁদা, সিমেন্ট কারখানার গাড়ী থেকে চাঁদাবাজিসহ আওয়ামী লীগের নেতা বিতর্কিত যুবলীগের মতির সাথে আতাঁত করে আদমজী ইপিজেডে ঠিকাদারী ব্যবসার এগ্রিমেন্ট করা, ইপিজেডে সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা করতে নানা হয়রানি করা সহ তার বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাদের এমন বহু অভিযোগ কেন্দ্রে জমা পরেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। শীঘ্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হতে পারে।
অপরদিকে বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়ার শেল্টার প্রকাশ্যে পদ্মা ডিপোতে তেলের গাড়ি থেকে চাঁদাবাজির মহোৎসব চলছে বলে অভিযোগ রয়েছে। অকিলের শেল্টারে যুবলীগ নেতা আল-আমিন ভূঁইয়ার সহযাগীরা এসব চাঁদাবাজিতে জড়িত রয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই আল-আমিন ভূঁইয়া আওয়ামী লীগের বিভিন অনুষ্ঠান ও মিটিং-মিছিল সক্রিয় ছিল। বর্তমানে আল-আমিন ভূঁইয়া তার চাচা অকিল উদ্দিন ভূঁইয়ার শেল্টারেই চোরাই তেল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে অভিযাগ বিএনপি নেতা -কর্মীদের। অকিল উদ্দিন ভূঁইয়ার ভাতিজারা প্রকাশ্যে পদ্মা অয়েল ডিপোর সামনে ট্যাঙ্কলরীর সিরিয়াল মোতাবেক চাঁদা উত্তোলন করছে বলে অভিযোগ বিএনপির নেতা -কর্মীদের। এদিকে গত ২৯ নভেম্বর দিনগত রাতে সিদ্ধিরগঞ্জে এসও বার্মাস্ট্যান্ড কবরস্থান সংলগ্ন জামিয়া ইসলামিয়া হযরত বেলাল হাফসী (রাঃ) মাদ্রাসা কমপ্লেক্সের জমি দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে অকিল উদ্দিন ভূঁইয়া তার পুত্র সম্রাট সহ সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২৯ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মাদ্রাসা কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নাসিক ৬নং ওযয়র্ড বিএনপি নেতৃবৃন্দ জানান, ৫ আগস্ট পরবর্তী চাঁদাবাজি লুটপাট দখল বাণিজ্য ছাড়াও মনির ও অকিলের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। ২০২২ সালের সিটি করপোরেশন নির্বাচনে অকিল ভূঁইয়া ও মনির হোসেন দলের বিরুদ্ধে গিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকারের টাকার কাছে বিক্রি হয়ে তার নির্বাচনে প্রচারণা করে ভোট চেয়েছেন। অকিল-মনিরের মতো লোকের কর্মকান্ডের কারণে বিএনপির মত দলের সুনাম বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে তারেক রহমান ও মামুন মাহমুদের নির্দেশ কোন ধরনের হামলা দখল বাণিজ্যে নিজেদের জড়ানো যাবে না সেখানে ৬নং ওয়ার্ডে অকিল-মনির আরাম আয়েশে থাকার আশায় লোভ সামলাতে না পেরে নিজেকে দলীয় শৃঙ্খলা বহির্ভূত অপরাধে নিজেদের জড়িয়ে ফেলেছেন।
বিএনপি নেতারা আরও জানান,” বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। একজন উপদেষ্টা নেতৃত্বে বর্তমানে দেশ চলছে। এমতাবস্থায় অকিল- মনিরের বিতর্কিত কর্মকান্ডের ফলে সংগঠনের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ শুনছি এবং আমরা তাদের এসব আচরণে বিরক্ত ও অতিষ্ঠ। তাদের সা¤প্রতিক কর্মকান্ড মোটেও গ্রহণযোগ্য নয়। আমরা বিএনপির নেতাদের কাছে বিষয়টি জানিয়েছি এবং আশাকরি তারা দ্রæত অকিলের মতো মনিরের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিবেন।”
এ বিষয়ে অভিযুক্ত আকিলউদ্দিন ভুইয়ার ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১১৩২৫৮@@ ) একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
অপর অভিযুক্ত মনির হোসেনের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবী করে বলেন,আমি সেই ছাত্রদল থেকেই বিএনপির রাজনীতি করি। পরে ইউনিয়ন যুবদল এবং থানা বিএনপির সাথে যুক্ত আছি। মুলত এখানে আমি কাদা ছোড়াছুড়ির রাজনীতির শিকার। রাজনীতি করতে হলে আমাকে কেনইবা চাদাঁবাজি করতে হবে। আমি যদি অপরাধী হই তাহলে আমার পাশেই তো থানা এবং র্যাব অফিস রয়েছে। তাহলে তারা দেখুক বা তদন্ত করুক প্রকৃত অপরাধী কে বা কারা।