২০০৭ সালের এই দিনে (১৫ই নভেম্বর) দেশের দক্ষিনাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। লন্ডভন্ড হয়ে যায় বেশ কয়েকটি জেলা, প্রাণ হারান হাজারো মানুষ। সিডরের ১৪ বছর পার হলেও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো এখনও সংস্কার হয়নি, নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। তবে জেলা প্রশাসনের দাবি বেড়িবাঁধ নির্মাণ ও আশ্রয় কেন্দ্র বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।
সেই ঘুর্ণিঝড় সিডরে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিনাঞ্চলের উপকূলে সরকারি হিসাব অনুযায়ী উপকূলীয় জেলা বরগুনার ১ হাজার ৩৪৫ জন মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনও নিখোঁজ রয়েছে ১৫৬ জন। কিন্তু ১৪ বছর পার হলেও সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার হয়নি এখনো। এছাড়াও সিডরের সময় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় নিরাপদে আশ্রয়ের অভাবে অনেকে মারা গেলেও অনেক এলাকায় এখনো কোনো আশ্রয় কেন্দ্র নির্মাণ হয়নি।
প্রতি বছর সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কোটি কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সুফল পায়নি উপকূলবাসী। প্রতি বছরই আবারো বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাইছার আলম বলেন, ‘যেখানে ক্ষতিগ্রস্ত বাঁধ আছে সেখানে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব তারাতারি এর একটা ব্যবস্থা হবে বলে আশা করছি।
বেড়িবাঁধ নির্মাণ ও আরও আশ্রয় কেন্দ্র নির্মাণে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে কাগজ-পত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এরপর অর্থ বরাদ্দ হবে। যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দ্রুত পদক্ষেপ নেওযা হবে।’