নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ স্থানীয় এক ইউপি সদস্য তার ৪ সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সদস্যরা। সোমবার দিবাগত রাতে উপজেলার মদনপুর কান্দিপাড়া কবরস্থান রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।ডিবি সদস্যদের দাবি গোপন সংবাদ পেয়ে এলাকাটিতে অভিযানে যায় তারা। এ সময় ডিবি সদস্যদের আগমনের সংবাদ পেয়ে ৪ ব্যক্তি কৌশলে পালানোর সময় পুলিশ তাদেরকে আটক করে। পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়ার মতো ডিবি সদস্যরা ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারের পর জব্দ করে। আটকরা হলেন, বন্দর উপজেলা মদনপুর সাহেব বাড়ি এলাকার আব্দুল মোতালিব এর ছেলে মদনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য শাকিল পারভেজ ওরফে রনি (৪০), কুমিল্লা জেলার মেঘনা উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল মিয়ার ছেলে রুবেল (২৮), নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদ নগর এলাকার গাজী মোল্লার ছেলে মুজাহিদ মোল্লা (২৬), ও বন্দরের মদনপুর বড় সাহেবের বাড়ির ভাড়াটিয়া মঞ্জু ভূঁইয়ার ছেলে ইসমাইল (৩৩)।
এই ঘটনায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ভূইয়াবাদী হয়ে আটক ৪ যুবককে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। পরে সোমবার বিকেলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে।
অংশ নেওয়ার ডিবি পুলিশের এক সদস্য প্রচার মাধ্যমে জানিয়েছেন, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা বিশেষ করে কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সুকৌশলে নিষিদ্ধ ফেনসিডিল এনে নারায়ণগঞ্জের বন্দর শহর জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। এ চক্রটি দীর্ঘদিন থেকেই এ কাজটি সম্পাদন করে আসছিল। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে তাদেরকে পেন্সিলসহ হাতেনাতে আটক করা হয়েছে।
উল্লেখ যে, সাকিল পারভেজ রনি রনিবন্দরের উত্তর অঞ্চলের একজন চিহ্নিত মাদক কারবারি। সে গত ৯ মার্চ ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মাদক ব্যবসার অবৈধ টাকার জোরে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়। কিন্তু একজন জনপ্রতিনিধি হয়েও তার পুরনো মাদক ব্যবসা ছাড়তে পারেনি ফলশ্রুতিতে মাদকসহ গ্রেপ্তার হয় সে। তাকে গ্রেফতারের বলে মদনপুর এলাকার সচেতন মহল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে, এই শহীদ নগরের মুজাহিদ মোল্লা কয়েক মাস আগেও নারায়ণগঞ্জ ডিবি পুলিশের হাতে ৬০ বোতল ফেনসিডিল ও ১’শ পিস ইয়াবা সহ গ্রেফতার হয়েছিল।
এই মুজাহিদ মোল্লার বিরুদ্ধে, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি অপকর্মের মামলার অভিযোগ রয়েছে ফতুল্লা মডেল থানায়।
জানা যায়, শহীদ নগর এর মাদক ব্যবসায়ের লিডার নামে পরিচিত এই মুজাহিদ।
জানা যায়, মুজাহিদের পিতা গাজী মোল্লার ইশারায় ভারতীয় ফেনসিডিল এনে যুব সমাজকে ধ্বংস করার চলছে বিশাল বড় অপকৌশল।
উল্লেখ্য, মুজাহিদ বাহিনীর শেল্টার দাতা মিজান মোল্লা চাঁদাবাজি মামলায় কিছুদিন আগে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে। বর্তমানে নারায়ণগঞ্জ জেল হেফাজতে রয়েছে।