নয়া কৃষি আইন বাতিলের দাবিতে চলমান বিক্ষোভের শততম দিন উদযাপনে রাজধানী নয়াদিল্লির বাইরে ছয় লেনের এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন ভারতের কৃষকরা। শনিবার তরুণ ও বয়স্ক কৃষকরা গাড়ি, ট্রাক ও ট্রাক্টর নিয়ে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধে অংশ নেয়। খবর: আলজাজিরা। কৃষকরা গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে আসছেন।
বিক্ষোভকারীদের আশঙ্কা, এসব আইনের ফলে কৃষিখাত বড় বড় বেসরকারি কোম্পানির জন্য উন্মুক্ত হয়ে পড়বে এবং এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের বিশাল এবং পুরোনো কৃষিখাতের অতি দরকারি সংস্কার আনতেই এই আইন করা হয়েছে। আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিহিত করেন তিনি।
পাঞ্জাব থেকে আসা ৬৮ বছর বয়সী কৃষক অমরজিৎ সিং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মোদি সরকার এই আন্দোলনকে ভাবমূর্তির ইস্যু হিসেবে নিয়েছে এবং তারা কৃষকদের কষ্ট বুঝতে পারছে না। তিনি বলেন, ‘আন্দোলন করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।
কৃষি আইন নিয়ে সরকারের সঙ্গে কৃষকদের কয়েক দফা বৈঠক হলেও তা ব্যর্থ হয়। আন্দোলনের মুখে সরকার এই আইন কিছু সময়ের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও আইন বাতিলে অনড় অবস্থানে থাকেন কৃষকরা।