নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা বলেন,যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতন্ত্রে বিশ্বাসী দল।
বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে তাদের কোনো ছাড় নাই। দখলবাজি, চাঁদাবাজি,সন্ত্রাস বিএনপির অভিধানে নেই। এসব অওয়ামী রাজনীতির সংস্কৃতি। আওয়ামী লীগ রাজনৈতিক কালচার ধ্বংস করে গেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সেহাচর তক্কর মাঠে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে দখলবাজি, চাঁদাবাজি,সন্ত্রাস, অর্থ উপার্জনের হাতিয়ার করেছে। রাজনীতিকে কলুষমুক্ত করতে বিএনপিকেই নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, ‘হাজার হাজার ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে ধৈর্য্য ধারণ করে আওয়ামী লীগের হরণকৃত গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠা পূর্বক রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে।
১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। দ্বিতীয় বার ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন।
যারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হচ্ছে। আমরা কখনও আইনকে নিজের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী যতটুকু সম্ভব বিচার বিভাগ পদক্ষেপ নেবে আইনের মাধ্যমে। কিন্তু কেউ কোনো ভাবে আইনকে হাতে তুলে নেবে না।